ইবলিস কে নিয়ে ২ - ৮ নং একাদশ আয়াত

Rumman Ansari   Software Engineer   2024-06-12 01:17:51   406  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

Table of Content:

সূরা আরাফের ১১নং আয়াত থেকে ১৭নং আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন:

১১. আমিই তোমাদের বানিয়েছি, তারপর আমিই তোমাদের (নানা) আকার দান করেছি, অতপর আমি ফেরেশতাদের বলেছি, (সম্মানের জন্যে তোমরা) আদমকে সাজদা করো, তখন সবাই সাজদা করলো, একমাত্র ইবলীস ছাড়া; সে কিছুতেই সাজদাকারীদের মধ্যে শামিল হলো না।

১২. আল্লাহ তায়ালা বললেন (হে ইবলীস), আমি যখন (নিজেই) তোমাকে সাজদা করার আদেশ দিলাম, তখন কোন্ জিনিস তোমাকে সাজদা করা থেকে বিরত রাখলো? ইবলীস বললো (আমি কেন তাকে সাজদা করবো), আমি তো তার চাইতে উত্তম, (কারণ) তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে, আর তাকে বানিয়েছো মাটি থেকে।

১৩. আল্লাহ তায়ালা বললেন, তুমি এখান থেকে নেমে যাও! এখানে (বসে) অহংকার করবে, এটা তোমার পক্ষে সাজে না- (তুমি এখান থেকে) বেরিয়ে যাও, তুমি অবশ্যই অপমানিতদের একজন।

১৪. সে বললো (হে আল্লাহ), তুমি আমাকে সেদিন পর্যন্ত (শয়তানী করার) অবকাশ দাও, যেদিন এ (আদম সন্তান)-দের পুনরায় (কবর থেকে) উঠানো হবে।

১৫. আল্লাহ তায়ালা বললেন (হ্যাঁ, যাও), অবশ্যই তুমি অবকাশপ্রাপ্তদের মাঝে একজন।

১৬. সে বললো, যেহেতু তুমি এ (আদমের) জন্যেই আমাকে গোমরাহীতে নিমজ্জিত করলে, (তাই) আমি এদের (গোমরাহ করার) জন্যে অবশ্যই তোমার (প্রদর্শিত) সরল পথে (ওঁৎ পেতে) বসে থাকবো।

১৭. অতপর (পথভ্রষ্ট করার জন্যে) আমি অবশ্যই তাদের কাছে আসবো, আসবো তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাঁ দিক থেকে (ফলে) তুমি এদের অধিকাংশ লোককেই (তোমার) কৃতজ্ঞতা আদায়কারী (হিসেবে দেখতে) পাবে না।

আমি তোমাদের সৃষ্টির সূচনা করেছি তারপর তোমাদের চেহারা সুরত রচনা করেছি। পরে ফেরেস্তাদের বলেছি আদমকে সিজদা কর। এই আদেশ পেয়ে সকলেই সিজদা করলো। কিন্তু ইবলিস সিজদা কারীদের মধ্যে শামিল হলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোকে সিজদা থেকে বিরত রাখল যখন আমি তোকে নির্দেশ দিয়েছিলাম। শয়তান বললো আমি তার চাইতে উত্তম তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছ মাটি দিয়ে। আল্লাহ বললেন তুই এখান থেকে নিচে নেমে যা এখানে থেকে অহংকার আর গৌরব দেখানোর কোন অধিকার তোর নেই। বের হয়ে যা, আসলে তুই তাদেরই একজন যারা নিজেদের অপমান, লাঞ্জনাই কামনা করে। শয়তান বললো আমাকে সেই পর্যন্ত অবকাশ দাও যেদিন এই সব লোক পুনরুথিত হবে। আল্লাহ বললেন তোর জন্য অবকাশ আছে। শয়তান বললো তুমি যেমন আমাকে গোমরাহীতে নিমজ্জিত করে দিয়েছ তেমন আমিও তাদের জন্য সরল পথের বাঁকে ওঁৎ পেতে থাকব। সম্মুখে ও পিছনে ডাইনে ও বামে সকল দিক থেকেই তাদের ঘিরে ফেলব এবং তুমি এদের অধিকাংশই কৃতজ্ঞ বা শোকর আদায়কারী বান্দা হিসাবে পাবে না।


শয়তান পরিচিতি

Stay Ahead of the Curve! Check out these trending topics and sharpen your skills.