অভিকর্ষ বল প্রয়োগ সত্ত্বেও কোনো বস্তু স্থির থাকতে পারে কি? উদাহরণ দাও। এই বল পরিমাপ কীভাবে করা যেতে পারে?

Single Choice
Views 1

Answer:

অভিকর্ষ বল প্রয়োগ হওয়া সত্ত্বেও হাতে করে সুতোয় বেঁধে ঝুলিয়ে রাখা একটি পাথরের টুকরো স্থিরভাবে ঝোলে। অর্থাৎ, অভিকর্ষ বল প্রয়োগ হওয়া 1 সত্ত্বেও বস্তু স্থির থাকতে পারে।
স্প্রিং তুলার সাহায্যে এই বল মাপা যায়। স্প্রিং তুলায় কোনো ভারী বস্তু - ঝোলানো হলে বস্তুটি স্প্রিং-এর ওপর একটি টান বল প্রয়োগ করে। বস্তুটির - ওপর প্রযুক্ত অভিকর্ষ বলই এই টানের কারণ। এই বলের প্রভাবেই স্প্রিংটি ন দৈর্ঘ্যে বেড়ে যায়। স্প্রিং-এর সঙ্গে একটি সূচক লাগানো থাকে এবং স্প্রিং । তুলার গায়ে স্কেল আঁকা থাকে। স্প্রিংটি দৈর্ঘ্যে বেড়ে গেলে সূচকটির অবস্থান দেখে ঝোলানো বস্তুটির ওপর প্রযুক্ত অভিকর্ষ বলের পরিমাণ জানা যায়।

Related Articles:

This section is dedicated exclusively to Questions & Answers. For an in-depth exploration of সাধারণ জ্ঞান, click the links and dive deeper into this subject.

Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.