বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে রাধাগোবিন্দ করের অবদান আলোচনা করো।

Long Answer
Views 57

Answer:

উত্তর: প্রখ্যাত চিকিৎসক ডা. রাধাগোবিন্দ কর ১৮৫২ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট হাওড়া জেলার সাঁতরাগাছিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হলেন ডা. দুর্গাদাস কর। তিনি হেয়ার স্কুল থেকে প্রবেশিক পরীক্ষা পাশ করার পর চিকিৎসাবিজ্ঞান শিক্ষার জন্য মেডিকেল কলেজে ভরতি হন। চিকিৎসাশাস্ত্রের পাঠ গ্রহণ করে রাধাগোবিন্দ ১৮৮৩ খ্রিস্টাব্দে ইউরোপ যাত্রা করেন। ১৮৮৭ খ্রিস্টাব্দে তিনি চিকিৎসাশাস্ত্রে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেন। তিনি নিজ উদ্যোগে 'করপ্রেস' নামে একটি ছাপাখানা গড়ে তোলেন। তাঁর প্রতিষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ 'কারমাইকেল কলেজ' বর্তমানে তাঁরই নামাঙ্কিত 'R G Kar Medical College and Hospital' নামে পরিচিত। মাতৃভাষায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ছিল রাধাগোবিন্দ করের একান্ত স্বপ্ন। মেডিকেল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি অবসর সময়ে তিনি বাঙলা ভাষায় চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পুস্তক প্রণয়ন করেছেন। তিনি ডা. সুরথ বসুকে সঙ্গে নিয়ে ধাত্রীসহায় নামক একটি গ্রন্থ রচনা করেন। এ ছাড়াও তিনি ভীষক্ সুহৃদ, অ্যানাটমি, কর-সংহিতা, সংক্ষিপ্ত ভেষজতত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা, রোগী পরিচর্যা, নূতন ভৈষজ্য তত্ত্ব, প্লেগ, স্ত্রীরোগচিকিৎসা, গাইনিকল্যাজি প্রভৃতি গ্রন্থ প্রণয়ন করেন।

Related Articles:

This section is dedicated exclusively to Questions & Answers. For an in-depth exploration of ইতিহাস, click the links and dive deeper into this subject.

Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.