খাদিজার গর্ভে মুহাম্মদ এর কতজন ছেলেমেয়ে জন্ম লাভ করেছিলো?

Single Choice
Views 57

Answer:

উত্তর: খাদিজার গর্ভে মুহাম্মদ এর দু'জন ছেলে ও চারজন মেয়ে জন্মলাভ করেন। নিম্নে তাদের নাম উল্লেখ করা হল- ১. কাসিম, তিনি শৈশবে ইন্তিকাল করেন। ২. আব্দুল্লাহ, যাকে তাইয়্যেব ও তাহির বলা হতো, তিনিও শৈশবে ইন্তিকাল করেন। ৩. যাইনাব, আবুল আসের সঙ্গে যার বিয়ে হয়েছিল। ৪. রুকাইয়া, প্রথমে আবু লাহাবের ছেলে উতবার সঙ্গে বিয়ে হয়, পরবর্তীতে উসমান বিন আফফান (রা)-এর সঙ্গে বিয়ে হয়। ৫. উম্মে কুলসুম, প্রথমে আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে বিয়ে হয়, পরবর্তীতে রুকাইয়ার ইন্তিকালের পর উসমান বিন আফফানের সঙ্গে বিয়ে হয়। ৬. ফাতিমা আয-যাহারা, আলী বিন আবু তালিবের সঙ্গে যার বিয়ে হয়।

Related Articles:

This section is dedicated exclusively to Questions & Answers. For an in-depth exploration of নবীদের কাহিনী - The story of the prophets, click the links and dive deeper into this subject.

Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.