মেমরির ধারণক্ষমতা বা ক্যাপাসিটি (Capacity)
Answer:
মেমরির ধারণক্ষমতা বা ক্যাপাসিটি (Capacity)
কম্পিউটারের মেমরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়। মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। B বিটবিশিষ্ট Wটি শব্দ ধারণে সক্ষম কোনো মেমরির ধারণক্ষমতা W X B বিট। যেমন- ৪ বিটের 1024টি শব্দ ধারণে সক্ষম মেমরির ধারণক্ষমতা হলো (1024 × ৪)টি বিট = 8192 বিট। মেমরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা। মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরূপ-
৪ বিট = 1 বাইট = 1 অক্ষর
210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1 KB)
220 বাইট বা 1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1 MB)
230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট (1 GB)
240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1 TB)
250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1 PB)
মেমরি ধারণক্ষমতা প্রকাশের সময় 1024 = 210 কে '1k' দ্বারা প্রকাশ করা হয়। তাই একটি মেমরি যদি ৪ বিটের 4096টি ওয়ার্ড ধারণে সক্ষম হয় তাহলে 4096 x 8 ধারণক্ষমতা সম্পন্ন মেমরিকে 4k x ৪ হিসেবেও প্রকাশ করা যায়।
Related Articles:
This section is dedicated exclusively to Questions & Answers. For an in-depth exploration of মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন - একাদশ শ্রেণী, click the links and dive deeper into this subject.
Join Our telegram group to ask Questions
Click below button to join our groups.