স্প্রেডশিটের বিভিন্ন ধরনের ব্যবহার
Answer:
কম্পিউটারের কীবোর্ডকে কলমের মতো ব্যবহার করে স্প্রেডশিটে বিভিন্ন আক্ষরিক ও গাণিতিক তথ্য লেখা যায়। গাণিতিক তথ্যগুলোকে বিভিন্ন ফর্মুলা ও ফাংশন ব্যবহার করে হিসাব-নিকাশ করা যায়। এক কথায় হিসাব সংক্রান্ত প্রায় সমস্ত কাজই স্প্রেডশিটে করা যায়। তবে মোটামুটিভাবে স্প্রেডশিটের সাহায্যে আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি তা হলো-
১. দৈনন্দিন হিসাব সংরক্ষণ তৈরি করা;
২. ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ সম্পন্ন করা;
৩. বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ও বাজেট প্রণয়ন করা;
৪. ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব বিষয়ক বিশ্লেষণ করা;
৫. আয়কর ও অন্যান্য হিসাব তৈরিকরণ করা;
৬. বৈজ্ঞানিক ক্যালকুলেশন করা;
৭. বেতনের হিসাব তৈরিকরণ করা;
৮. মজুদ পরিমাণ ও নিয়ন্ত্রণ করা;
৯. কর্মকর্তা-কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব
১০. এয়ারলাইন্স রিজার্ভেশন তৈরি করা;
১১. নির্বাচনের ভোট গণনায়;
১২. খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়াকৌশল মূল্যায়নে;
১৩. গাণিতিক, ত্রিকোনমিতিক এবং পরিসংখ্যানিক ফাংশন ব্যবহার করা ;
১৪. বিভিন্ন ধরনের আর্থিক ব্যবস্থাপনা;
১৫. তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি করা;
১৬. ম্যাক্রো ব্যবহার করে কোনো কাজ রেকর্ড করে পরবর্তীতে তা বারবার ব্যবহার করা ইত্যাদি।
Related Articles:
This section is dedicated exclusively to Questions & Answers. For an in-depth exploration of মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন - একাদশ শ্রেণী, click the links and dive deeper into this subject.
Join Our telegram group to ask Questions
Click below button to join our groups.