তাবুক যুদ্ধ

Rumman Ansari   Software Engineer   2024-10-13 07:35:07   309  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

Table of Content:

হিজরি সন নবম

(তাবকের যুদ্ধ, হাজ্জল ইসলাম, প্রতিনিধিদের আগমন, দলে দলে ইসলাম গ্রহণ)

তবুক যুদ্ধ ও ইসলামে চাঁদার প্রচলন

তায়েফ হতে প্রত্যাবর্তনের পর হিজরী নবম সনের মাঝামাঝি পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মদীনাতেই অবস্থান করেন। অতঃপর তার নিকট সংবাদ এল যে, মুতার যুদ্ধে পরাজিত রোমানরা মুসলমানদের সাথে যুদ্ধ করবার জন্যে তবুক নামক স্থানে (মদীনা থেকে ১৪ মানযিল দূরে) বিপুল সৈন্য সমাবেশ করেছে। মহানবী (সাঃ) ও জেহাদের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। কিন্তু সে সময় মুসলমানরা দূর্ভিক্ষের দরুণ অত্যন্ত অভাব অনটনের মধ্যে দিনগুলো কাটাতে ছিলেন। এছাড়া প্রচণ্ড গরমও ছিল। কিন্তু প্রাণ বিসর্জনকারী সাহাবীদের জামাত এরপরও জেহাদের জন্য প্রস্তুত হয়ে পড়লেন। জেহাদ ফান্ডে চাঁদা দানের আবেদন করা হলে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) ঘরের সকল আসবাবপত্র মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর খেদমতে এনে হাযির করলেন। হযরত উসমান (রাঃ) যুদ্ধে চাঁদা বাবৎ একবিরাট সাহায্য প্রদান করলেন যার মধ্যে ৯০০ উট এবং ১০০ ঘোড়া ছিল।

(মোগলতাঈ ৭৬ পৃঃ) রজব মাসের বৃহস্পতিবার ৩০,০০০ (ত্রিশ হাজার) সাহাবীর এক বিশাল বাহিনী তবুকের দিকে যাত্রা করেন।


MCQ Available

There are 16 MCQs available for this topic.

16 MCQTake Quiz


Stay Ahead of the Curve! Check out these trending topics and sharpen your skills.