• A যা জবাইয়ের সময় ভুলে বিসমিল্লাহ বলা হয়নি।
  • B যা জবাইয়ের সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলা হয়নি।
  • C জবাইকারী বিসমিল্লাহ বলেছে এবং তিনটি রগ কেটেছে, এরপর একজন বিসমিল্লাহ না বলে আরেকটি রগ কেটেছে।
  • D যা জবাইয়ের সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলা হয়নি। জবাইকারী বিসমিল্লাহ বলেছিল, কিন্তু জবাই পূর্ণ করার জন্যে তাকে যে সহযোগিতা করেছে সে ইচ্ছাকৃত ভাবে বিসমিল্লাহ না বলেই ছুরি চালিয়েছে।