শবে বরাত / শব-ই-বরাত / Shab e-Barat

বাংলা ইসলামিক কুইজ - Bangla Islamic Quiz > বাংলা ইসলামিক কুইজ - Bangla Islamic Quiz

শবে বরাত, মধ্য শাবানের রাত, মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ্ তাঁর বান্দাদের প্রতি অশেষ রহমত বর্ষণ করেন, ক্ষমা করেন এবং ভাগ্যলিপি লিখে দেন। রাত জাগরণ, ইবাদত-বন্দেগী, দোয়া-কান্নার মাধ্যমে এই রাতটিকে কাজে লাগানো উচিত।