Q: হুদহুদ পাখি হযরত সুলায়মান (আ.)-কে কোন সংবাদ দিয়েছিল?
-
A
সাবা রাণী বিলকিসের সম্পর্কে
-
B
ইয়াজুজ-মাজুজ সম্পর্কে
-
C
ফেরাউনের বাহিনীর সম্পর্কে
-
D
কাফিরদের ষড়যন্ত্র সম্পর্কে
A
Answer:
A
Explanation:
কুরআনের সূরা নমল (২০-২৬) অনুযায়ী, হযরত সুলায়মান (আ.) লক্ষ্য করলেন যে, হুদহুদ পাখি তাঁর সভায় অনুপস্থিত। পরে হুদহুদ ফিরে এসে জানায় যে, সে সাবা নগরীতে গিয়েছিল এবং সেখানে এক রাণীর সন্ধান পেয়েছে, যে সূর্যপূজা করে। এই সংবাদ শুনে সুলায়মান (আ.) রাণী বিলকিসকে ইসলামের দিকে আহ্বান জানান এবং পরবর্তীতে তিনি ঈমান গ্রহণ করেন। এই ঘটনা প্রমাণ করে যে, আল্লাহর নবীদের ওপর তিনি বিশেষ জ্ঞান ও ক্ষমতা প্রদান করেন এবং তাঁদের মাধ্যমে দাওয়াতের প্রচার চালানো হয়।
Related Topic:
Share Above MCQ