Q: হযরত সুলায়মান (আ.)-এর অধীনে জিনরা কী কাজ করত?
-
A
যুদ্ধ করত
-
B
কুরআন লিখত
-
C
প্রাসাদ ও বিশাল পাত্র নির্মাণ করত
-
D
কৃষিকাজ করত
C
Answer:
C
Explanation:
কুরআনের সূরা সাবা (১২-১৩) অনুযায়ী, আল্লাহ তাআলা হযরত সুলায়মান (আ.)-কে এমন ক্ষমতা দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন। জিনরা তাঁর নির্দেশে বিভিন্ন নির্মাণকাজ করত, যেমন—প্রাসাদ, বড় বড় পাত্র, মূর্তি এবং পানির নিচে ডুবুরি হিসেবে কাজ করা। আল্লাহর দেওয়া এই বিশেষ ক্ষমতার কারণে সুলায়মান (আ.)-এর রাজত্ব ছিল অত্যন্ত শক্তিশালী এবং বিস্তৃত। তাঁর সময়ে জিনেরা মানবজাতির কল্যাণে কাজ করত, যা নবীগণের মুজিজার অন্যতম দৃষ্টান্ত।
Related Topic:
Share Above MCQ