Q: কুরআনে কোন রাণীর সম্পর্কে উল্লেখ আছে, যিনি সূর্য উপাসনা করতেন?
-
A
রাণী ক্লিওপেট্রা
-
B
রাণী বিলকিস
-
C
রাণী জুবাইদা
-
D
রাণী শিবা
B
Answer:
B
Explanation:
কুরআনের সূরা নমল (২০-২৬) অনুযায়ী, হযরত সুলায়মান (আ.)-এর সময় ইয়েমেনের সাবা নগরীর রাণী বিলকিস সূর্যের পূজা করতেন। হুদহুদ নামের একটি বিশেষ পাখি তাঁর সম্পর্কে সংবাদ দেয় যে, সে এবং তার জাতি সূর্যপূজায় লিপ্ত। হযরত সুলায়মান (আ.) এই সংবাদ পেয়ে রাণী বিলকিসকে ইসলামের দিকে আহ্বান জানান। পরবর্তীতে, তাঁর জ্ঞান, মুজিজা ও সঠিক দাওয়াতের প্রভাবে রাণী বিলকিস ইসলামের সত্যতা উপলব্ধি করেন এবং ঈমান গ্রহণ করেন। এই ঘটনা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দাওয়াত ও সত্যের প্রতিষ্ঠার নজির হিসেবে গণ্য হয়।
Related Topic:
Share Above MCQ