- Aযোবায়ের ইবনে আওয়াম রা.
- Bআব্দুল্লাহ ইবনে আব্বাস রা.
- Cদাহিয়্যাতুল কালবী রা.
- Dযায়েদ ইবনে হারেসা রা.
Time Taken:
Correct Answer:
Wrong Answer:
Percentage: %
দাহিয়্যাতুল কালবী রা.
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - ''হুদায়বিয়ার সন্ধী" নামক অধ্যায় থেকে "প্রেরিত পত্রের সঙ্গে রাজা বাদশাদের আচরণ" নামক শিরোনাম পর্যন্ত]
মিশরের
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - ''হুদায়বিয়ার সন্ধী" নামক অধ্যায় থেকে "প্রেরিত পত্রের সঙ্গে রাজা বাদশাদের আচরণ" নামক শিরোনাম পর্যন্ত]
নবী করীম (সা)-এর পত্রাবলী: যে সব রাজা-বাদশাহ ও সম্রাটের নামে এসব পত্র প্রেরণ করা হয়েছিল তাঁদের মধ্যে রোম সম্রাট হেরাক্লিয়াস, পারস্য সম্রাট খসরূ পারভেয, আবিসিনিয়া অধিপতি নাজাশী ও মিসরের বাদশাহ মুকাওকিসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ।
হেরাক্লিয়াসের নামে প্রেরিত পত্র তিনি হযরত দাহিয়্যাতুল-কালবী মারফত পাঠান এবং তিনি বসরার শাসক ও সর্দারের মাধ্যমে এই পত্র সম্রাট হেরাক্লিয়াস অবধি পৌঁছে দেন ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - "নবী করীম (সা)-এর পত্রাবলী" নামক অধ্যায় থেকে]
নবী করীম (সা)-এর পত্রাবলী: যে সব রাজা-বাদশাহ ও সম্রাটের নামে এসব পত্র প্রেরণ করা হয়েছিল তাঁদের মধ্যে রোম সম্রাট হেরাক্লিয়াস, পারস্য সম্রাট খসরূ পারভেয, আবিসিনিয়া অধিপতি নাজাশী ও মিসরের বাদশাহ মুকাওকিসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ।
হেরাক্লিয়াসের নামে প্রেরিত পত্র তিনি হযরত দাহিয়্যাতুল-কালবী মারফত পাঠান এবং তিনি বসরার শাসক ও সর্দারের মাধ্যমে এই পত্র সম্রাট হেরাক্লিয়াস অবধি পৌঁছে দেন ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - "নবী করীম (সা)-এর পত্রাবলী" নামক অধ্যায় থেকে]
এই সম্রাট এক গ্রীক পরিবারে সদস্য ছিলেন। তিনি কাপুডেশিয়ায় জন্মগ্রহণ করেন এবং (কুর্তাজেনা) কার্থেজ-এ লালিত-পালিত হন। তিনি আফ্রিকার একজন শাসকের পুত্র ছিলেন।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 308]
হেরাক্লিয়াস, নাজাশী ও মুকাওকিস- এই তিনজন নবী করীম (সা)-এর পত্রের সঙ্গে ভক্তি ও সম্ভ্রমপূর্ণ আচরণ করেন। তাঁদের পক্ষ থেকে প্রদত্ত জওয়াব ছিল বিনয় মিশ্রিত ও শ্রদ্ধাবিজড়িত। নাজাশী ও মুকাওকিস রাসূল (সা)-এর দূতকে খুবই সম্মান করেন । মুকাওকিস তাঁকে উপঢৌকন পাঠিয়েছিলেন যার মধ্যে দু'জন বাদীও ছিল । এদের একজনের নাম ছিল মারিয়া (রা)। রাসূলুল্লাহ (সা)-র সাহেবযাদা হযরত ইবরাহীম (রা) তাঁর গর্ভে জন্মগ্রহণ করেন ।
পারস্য সম্রাট খসরু পারভেয পত্র পেতেই তা ছিড়ে ফেলে এবং বলে : আমার গোলাম হয়ে আমাকে এভাবে লেখে! রাসূলুল্লাহ (সা)-এ সম্পর্কে অবহিত হয়ে বলেন : আল্লাহ তার রাজ্যকে টুকরো টুকরো করে দিন।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 316]
আবু সুফিয়ান
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - "নবী করীম (সা)-এর পত্রাবলী" নামক অধ্যায় থেকে]
বনী লেহয়ান ও যী-কার্দ যুদ্ধ: হুদায়বিয়ার সন্ধি (৬ হি.) ও খায়বার যুদ্ধের মাঝে বনী লিহয়ান ও যী-কারাদ যুদ্ধ সংঘটিত হয় । যুদ্ধে রাসূলুল্লাহ (সা) স্বয়ং তাশরীফ নেন এবং ইব্ন মাকতূম ( রা)-কে মদীনার গভর্নর নিযুক্ত করেন । প্রথম যুদ্ধের কারণ ছিল রাজী'র ঘটনায় খুবায়ব ইবন ‘আদী ও তাঁর সাথীদের শহীদী খুনের বদলা গ্রহণ । আর দ্বিতীয় যুদ্ধের কারণ ছিল রাসূলুল্লাহ (সা)-এর জঙ্গলে বিচরণরত উটনী পালের ওপর কাফির মুশরিকদের হামলা, বনী গিফারের এক ব্যক্তিকে খুন এবং তার স্ত্রীকে অপহরণ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - "বনী লেহয়ান ও যী-কার্দ যুদ্ধ" নামক অধ্যায় থেকে]
দাহিয়্যাতুল কালবী রা.
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: ]