Q: কোন আমলটি যিনা থেকে বাঁচতে সাহায্য করে?
-
A
সিনেমা দেখা
-
B
গান শোনা
-
C
বেশি সময় ঘুমানো
-
D
নিয়মিত নামাজ পড়া
D
Answer:
D
Explanation:
নামাজ শুধু ফরজ ইবাদতই নয়, বরং তা গোনাহ থেকে রক্ষা করার একটি নিরাপত্তা দেয়াল। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, “নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও গোনাহ থেকে বিরত রাখে”। একজন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার ভেতরে একটি আত্মিক জাগরণ তৈরি হয়, যা তাকে যিনা, চুরি বা অন্য যেকোনো গোনাহ থেকে বাঁচাতে সহায়তা করে। নিয়মিত নামাজ পড়া একজন মুসলমানকে আল্লাহর স্মরণ করায় এবং তার ঈমানকে শক্ত করে তোলে। এজন্য যিনা থেকে বাঁচতে চাইলে প্রথম কাজ হওয়া উচিত নামাজকে জীবনের কেন্দ্রে রাখা।
Related Topic:
Share Above MCQ