নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর যুদ্ধ-বিগ্রহ: ইতিহাস ও শিক্ষা
☰Fullscreen
Table of Content:
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর যুদ্ধ-বিগ্রহ
| No | যুদ্ধ | হিজরীতে |
| 1 | বদর যুদ্ধ | ২য় হিজরী। ১৭ই রামাযান, শুক্রবার | 3 | উহুদ যুদ্ধ | তৃতীয় হিজরী |
| 3 | বানু নাযীরের যুদ্ধ | চতুর্থ হিজরীতে ইহুদীদের সাথে। |
| 2 | খন্দকের যুদ্ধ | পঞ্চম হিজরীতে |
| 27 | হুনায়ন যুদ্ধ | ৮ম হিজরীতে। শাওয়াল মাস। |
| 27 | তাবুক যুদ্ধ | ৯ম হিজরী |
- Question 1: নবীজী কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন?
- Question 2: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খালিদকে কি খেতাবে ভূষিত করেন?
- Question 3: ৮ম হিজরীতে আরেকটি বড় বিজয় মুসলমানগণ লাভ করেন। তা কি?
- Question 4: মক্কা বিজয় কোন্ মাসে হয়েছিল?
- Question 5: মক্কা বিজয়ে কত জন মুসলমান অংশ নিয়েছিলেন?
- Question 6: মক্কা বিজয়ের সময় কাফেরদের একজন বড় নেতা ইসলাম গ্রহণ করেন। তার নাম কি?
- Question 7: মক্কা বিজয়ের সময় জনৈক কাফের কা'বা ঘরের গিলাফ ধরেছিল। তবুও নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে হত্যা করার নির্দেশ প্রদান করেন। কারণ, কি ছিল? কাফেরটির নাম কি ছিল?
- Question 8: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর জীবদ্দশাতেই দু'জন লোক নবুওতের দাবী করে তাদের নাম কি? তারা কোথাকার অধিবাসী?
- Question 9: বর্তমান যুগে জনৈক ভন্ড নবুওত দাবী করে। তার নাম কি এবং সে কোথাকার অধিবাসী?
- Question 10: বর্তমান বিশ্বে সর্বাধিক আলোড়ন সৃষ্টিকারী রাবেতা আলমের পক্ষ থেকে প্রথম পুরস্কার প্রাপ্ত নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর জীবনী গ্রন্থের নাম কি?
- Question 11: কোন্ বাদশা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর পত্র পেয়ে ইসলাম গ্রহণ করেন?
- Question 12: কোন্ বাদশা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর পত্র ছিঁড়ে ফেলে। ফলে আল্লাহ তার রাজত্ব ধ্বংস করে দেন?
- Question 13: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)যে! সকল বাদশার নিকট পত্র প্রেরণ করেন তাদের তিন জনের নাম বল?
- Question 14: নবীজী কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন?
- Question 15: নবীজী সর্বশেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেন?
- Question 16: কে আবু জাহেলের শিরোচ্ছেদ করে?
- Question 17: ৫ম হিজরীতে মদীনার আর এক ইহুদী গোত্রের গোত্রটির নাম কি?
- Question 18: নবী (সাঃ)এর হিজরতের ৬ষ্ঠ বছরে কাফেরদের সাথে মুসলমানদের একটি সন্ধি-চুক্তি হয়। ইতিহাসে এটাকে কি নামে আখ্যা দেয়া হয়েছে?
- Question 19: হুদায়বিয়ার সন্ধির আরেকটি নাম আছে। তা কি?
- Question 20: হুদায়বিয়ার সন্ধিতে কতজন মুসলমান উপস্থিত ছিলেন?
- Question 21: হুদায়বিয়ার সন্ধির ধারা সমূহ কি কি ছিল?
- Question 22: হুদায়বিয়ার সন্ধি ছিল মূলতঃ মুসলমানদের জন্যে ‘একটি সুস্পষ্ট বিজয়' এ সুসংবাদ দিয়ে আল্লাহ্ একটি সূরা নাযিল করেন। সূরাটির নাম কি?
- Question 23: আর্ রাহীকুল মাখতূম গ্রন্থের লেখক কে?
Related Questions
"ইসলামী প্রশ্নোত্তর কোর্সে আপনি ইসলামী ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি কুরআন, হাদীস, ইসলামী ইতিহাস, ও আরও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।"