দু'আ ও যিকির - ইসলামী দোয়া ও আল্লাহর স্মরণ
Table of Content:
দু'আ ও যিকির সম্পর্কে বিস্তারিত জানুন, ইসলামের দৃষ্টিতে দোয়া এবং আল্লাহর স্মরণ কেন গুরুত্বপূর্ণ। প্রতিদিনের জীবনে বিভিন্ন দু'আ ও যিকিরের ব্যবহার, আখিরাত ও দুনিয়াতে শান্তি লাভের জন্য গুরুত্বপূর্ণ দোয়া।
জিকিরের গুরুত্ব/ যিকিরের গুরুত্ব
জিকির শব্দের অর্থ স্মরণ, উল্লেখ বা আলোচনা। মুমিনের সকল নেক কাজই যেহেতু মহান আল্লাহর প্রতি মনোনিবেশ এবং তাঁর স্মরণ, সেজন্য সকল নেক কাজই মূলত জিকির। কুরআন-হাদীসে জিকিরকে এমন ব্যাপক অর্থে উল্লেখ করা হয়েছে। তথাপি যেসব ইবাদত একান্ত আল্লাহর স্মরণার্থেই করা হয় এবং যেগুলোকে বিশেষভাবে জিকির নামেই অভিহিত করা হয়েছে—সচরাচর জিকির বলতে সেসব মৌখিক ইবাদতকেই বোঝানো হয়। এখানে আমরা জিকির বলতে সেটাকেই বোঝাব।
জিকির হলো আল্লাহর নৈকট্য লাভের অদ্বিতীয় উপায়। মুসনাদে আহমদের এক বর্ণনায় জিকিরকে সর্বোত্তম আমল বলে অভিহিত করা হয়েছে। কুরআনে একাধিক জায়গায় যে আমলটি অধিক পরিমাণে করতে বলা হয়েছে তা হলো আল্লাহর জিকির। জিকির আত্মার খোরাক, শয়তানের কুমন্ত্রণা প্রতিরোধের কার্যকর হাতিয়ার, বিপদাপদ থেকে রক্ষা ও দুশ্চিন্তা দূর করার উপায় এবং অল্প সময়ে বিপুল সওয়াব ও মুমিন-জীবনে সৌভাগ্যের সোপান। সহীহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মুফাররিদগণ অগ্রগামী হয়ে গেছেন। মুফাররিদ কারা? জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেছেন, যেসব নারী ও পুরুষ অধিক পরিমাণে আল্লাহর জিকির করেন।
জিকির ও দো'আর সর্বোত্তম সময়
দো'আ ও আযকার মুমিন জীবনের অন্যতম জরুরি আমল হওয়ার কারণে সর্বদাই তা পালনীয়। জিকির ও দো'আর কোনো নিষিদ্ধ সময় নেই বললেই চলে, বরং সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করা যায়। আল্লাহর কাছে চাওয়ার জন্য রাতের শেষাংশ হলো সবচেয়ে আদর্শ সময়। আর নির্ধারিত দো'আ ও আযকারের সর্বোত্তম সময় হলো সকাল ও সন্ধ্যা। মহান আল্লাহ তা'আলা সূরা আলে ইমরানের ৪১ নং আয়াতে বলেছেন:
وَاذْكُرْ رَبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ
'অধিকহারে তোমার পালনকর্তাকে স্মরণ করবে। আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে।'
একই নির্দেশ সূরা রূমের ১৭ নং আয়াতে, সূরা আহযাবের ৪২ নং আয়াতে এবং সূরা গাফিরের (আল মু'মিন) ৫৫ নং আয়াতেও উল্লেখ করা হয়েছে।
এ কারণে দিন ও রাতের যে কোনো সময়ের চেয়ে রাসূলুল্লাহ (সা.) সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকির ও তাসবীহে বেশি মশগুল থাকতেন এবং আমাদেরকে সকাল-সন্ধ্যার মূল্যবান সময়ে আল্লাহর জিকিরে মশগুল থাকতে নির্দেশ দিয়েছেন।
ওযু ছাড়া জিকির করা ও তাসবীহ পড়ার বিধান
আলী (রা.) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) গোসল ফরজ হওয়ার সময় ব্যতীত অন্য সব অবস্থায় কুরআন তিলাওয়াত করতেন। এছাড়াও বুখারী ও মুসলিমে একযোগে বর্ণিত, আয়িশা (রা.) বর্ণনা করেছেন, নবী (সা.) সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। সুতরাং ওযু না থাকলেও জিকির করা যাবে। অনেকে মনে করেন, মেয়েদের মাথায় কাপড় না থাকলে জিকির বা দো'আ-দরূদ পড়া যাবে না; এটিও ভুল ধারণা। বরং এমতাবস্থায়ও দো'আ-দরূদ পড়তে কোনো বাধা নেই।
মাসিক ও নেফাস অবস্থায় সকাল-সন্ধ্যার দো'আ ও জিকির
মেয়েদের মাসিক ও প্রসব পরবর্তী স্রাব চলাকালীন অবস্থায় সকাল-সন্ধ্যার আমল এবং যে কোনো দো'আ ও জিকির করতে কোনো নিষেধাজ্ঞা নেই। এ ব্যাপারে ইমাম যুহরী (রাহ.)-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা জিকির করতে পারবেন। ইমাম ইবরাহীম নাখাঈ (রাহ.) বলেছেন, ঋতুবতী নারী ও যার ওপর গোসল ফরজ হয়েছে, তিনি আল্লাহর জিকির করতে পারবেন।
দো'আ-দরূদ ও জিকিরের শুরুতে কি বিসমিল্লাহ বলতে হবে?
যে কোনো সাধারণ দো'আ, জিকির ও তাসবীহ পাঠের শুরুতে আ'উযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়তে হবে না। তবে দো'আ ও জিকির হিসেবে কুরআনের কোনো অংশ পাঠ করলে প্রথমবার পাঠের সময় আ'উযুবিল্লাহ পড়তে হবে। আর প্রতিটি সূরা পাঠের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে।
সকাল সন্ধ্যার দোয়া ও জিকির
- Question 1: নিদ্রা যাওয়ার সময় কোন দু'আ পাঠ করতে হবে?
- Question 2: নতুন কাপড় পরিধান করার দু'আ কি?
- Question 3: দু'টি কালেমা- মুখে উচ্চারণ করতে খুবই সহজ, পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে খুবই প্রিয় উহা কি?
- Question 4: জান্নাতের একটি গুপ্তধন কি ?
- Question 5: ইউনূস (আঃ) মাছের পেটে থাকাকালিন কোন দু'আ পড়েছিলেন?
- Question 6: গৃহে প্রবেশ করার দু'আ কি?
- Question 7: সোওয়ারীতে আরোহন করার দু'আ কি?
- Question 8: ঘর থেকে বের হওয়ার সময় কি দু'আ পড়তে হয়?
- Question 9: বিপদ-মুছীবতে পড়লে কোন দু'আ পাঠ করবে?
- Question 10: একটি দু'আ আছে কোন মানুষ যদি উহা দিনে একশত বার পাঠ করে, তাকে দশজন ক্রীতদাস মুক্ত করার ছওয়াব দেয়া হবে, তার জন্য একশতটি নেকী লেখা হবে, একশতটি গুনাহ ক্ষমা করা হবে, সন্ধ্যা পর্যন্ত সারাদিন উহা তার জন্য রক্ষা কবচ হবে এবং তার চাইতে উত্তম আমল কেউ আর নিয়ে আসতে পারবে না- তবে ঐ ব্যক্তির কথা ভিন্ন যে এর চাইতে বেশী আমল করবে। সে দু'আটি কি?
- Question 11: কোন্ তাসবীহটি দৈনিক একশতবার পড়লে- পাপ সমূহ সমুদ্রের ফেনারাশী পরিমাণ হলেও ক্ষমা করা হবে?
- Question 12: যাকারিয়া (আঃ) কোন দু'আ পড়েছিলেন?
- Question 13: বিষধর প্রাণী বা সাপে কাটলে কোন দু'আ পড়ে পড়ে রুগীকে ঝাড়-ফুঁক করবে?
- Question 14: শরীরের কোন স্থানে জখম বা ফোঁড়া হলে কি দু'আ পড়বে?
- Question 15: হজ্জের মাঠে (আরাফাতের দিবসের) শ্রেষ্ঠ দু'আ কি?
- Question 16: বিপদ-মুসীবতে পড়লে কোন দু'আ পাঠ করবে?
- Question 17: কোন দু'আটি একবার পাঠ করলে আল্লাহ্ দশবার রহমত নাযিল করবেন?
- Question 18: নব বিবাহিত বরের উদ্দেশ্যে কি দু'আ বলবে?
- Question 19: সকাল-সন্ধ্যায় পঠিতব্য অনেক দু'আ আছে তন্মধ্যে একটি উল্লেখ কর?
- Question 20: আদম ও হাওয়া (আঃ) জান্নাত থেকে বের হওয়ার পর কোন্ দু'আটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন?
- Question 21: দুনিয়া-আখেরাতের কল্যাণ কামনার দু'আ কি?
- Question 22: টয়লেট থেকে বের হওয়ার দু'আ কি?
- Question 23: টয়লেটে প্রবেশের দু'আ কি?
- Question 24: মসজিদ থেকে বের হওয়ার দু'আ কি?
- Question 25: মসজিদে প্রবেশের দু'আ কি?
- Question 26: ওযুর শেষে কোন দু'আ পাঠ করলে বেহেস্তের আটটি দরজাই খুলে দেয়া হবে?
- Question 27: ওযুর শুরুতে কি পাঠ করতে হবে?
- Question 28: আযানের শেষে পঠিতব্য দু'আটি কি?
- Question 29: নিদ্রা থেকে জাগ্রত হয়ে কোন দু'আ পাঠ করতে হবে?
- Question 30: রাগাম্বিত হলে রাগ দূর করার দু'আ কি?
- Question 31: লাইলাতুল ক্বদরের দু'আ কি?
- Question 32: জ্ঞান বৃদ্ধির জন্য দু'আ কি?
- Question 33: পিতা-মাতার জন্য কি দু'আ পড়তে হয়?
- Question 34: কেউ যদি খানাপিনা করায়, তবে তাকে উদ্দেশ্য করে কি দু'আ বলবে?
- Question 35: পানাহার শেষ করে পাঠ করার দু'আ কি?
- Question 36: পানাহারের শুরুতে বিসমিল্লাহ্ বলতে ভুলে গেলে কি করবে?
- Question 37: পানাহারের সময় কি দু'আ বলতে হয়?
- Question 38: রোগী দেখার সময় পাঠ করার দু'আ কি?
- Question 39: কেউ কোন উপকার করলে তার জন্য কি দু'আ করতে হয়?
- Question 40: আইয়ুব (আঃ) কোন দু'আ পড়েছিলেন?
Related Questions
"ইসলামী প্রশ্নোত্তর কোর্সে আপনি ইসলামী ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি কুরআন, হাদীস, ইসলামী ইতিহাস, ও আরও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।"