যাকাত: ইসলামের সমাজসেবামূলক দানশীলতা
☰Fullscreen
Table of Content:
পারিভাষিক অর্থ
ইসলামী শরী‘আত কর্তৃক নির্ধারিত নিছাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম যাকাত । [1]
কুরআন ও হাদীছের অনেক স্থানে ‘যাকাত’-কে ‘ছাদাক্বাহ্’ নামে অভিহিত করা হয়েছে। কুরআন মাজীদের ৮ টি মাক্কী ও ২২টি মাদানী সূরার ৩০টি আয়াতে ‘যাকাত' শব্দটি উল্লিখিত হয়েছে। এর মধ্যে ২৭টি আয়াতে ‘ছালাত’-এর সাথেই ‘যাকাত’ শব্দ এসেছে।
যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি :
আল্লাহ কর্তৃক মানব জাতির জন্য একমাত্র মনোনীত দ্বীন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দণ্ডায়মান। আর যাকাত হল তার তৃতীয় স্তম্ভ ।
References:
1. ফিকহুল মুয়াস্সার ১২১ পৃঃ।
- Question 1: কত হিজরীতে যাকাত ফরয হয়? ২য় O ১ম O ৩য় O হিজরীতে?
- Question 2: স্বর্ণ-রৌপ্যে যাকাতের পরিমাণ কত।
- Question 3: টাকাতে যাকাতে পরিমাণ কত?
- Question 4: মুসলমানদের উপর ফিত্রা আদায় করাঃ ফরয ? সুন্নাত ? কোনটাই নয় ?
- Question 5: ফিত্রা কখন আদায় করা উত্তম।
- Question 6: ফিত্রা আদায় করার শেষ সময় কখন?
- Question 7: ফিত্রার পরিমাণ কত?
- Question 8: কয় শ্রেণীর মানুষকে যাকাত দেয়া যায়?
- Question 9: যাকাতের হকদার কারা?
- Question 10: কোন অবস্থায় দান করা উত্তম- সুস্থ থাকাবস্থায় নাকি অসুস্থ হলে?
- Question 11: বছরের কোন মাসে দান করলে বেশী ছওয়াব পাওয়া যায়?
- Question 12: প্রশ্নঃ কোন ধরণের দানে দ্বিগুণ ছওয়াব পাওয়া যায়?
- Question 13: যাকাতের জন্য রৌপ্যের নেসাব কি?
- Question 14: যাকাতের জন্য স্বর্ণের নেসাব কি?
- Question 15: যাকাত ইসলামের কয় নম্বর স্তম্ভ?
- Question 16: কোন ধরণের পশুতে যাকাত দিতে হয়?
- Question 17: গরু সর্বনিম্ন কতটি হলে যাকাত ফরয হবে?
- Question 18: ছাগল সর্বনিম্ন কতটি হলে যাকাত ফরয হবে?
- Question 19: উট সর্বনিম্ন কতটি হলে যাকাত ফরয হবে?
- Question 20: যাবতীয় সম্পদে যাকাত ফরয হওয়ার সময় কখন?
- Question 21: যমীন থেকে উৎপাদিত কোন ধরণের ফসলে যাকাত দিতে হয়?
- Question 22: শাক-সব্জিতে যাকাতের পরিমাণ কি?
- Question 23: যমীন থেকে উৎপাদিত ফসলে যাকাতের নেসাব কি?
- Question 24: যমীন থেকে উৎপাদিত ফসল যদি বৃষ্টির পানিতে হয়, তবে তাতে যাকাতের পরিমাণ কত?
- Question 25: যমীন থেকে উৎপাদিত ফসল যদি সেচের পানিতে হয়, তবে তাতে যাকাতের পরিমাণ কত?
- Question 26: যাকাত কি কেবল রমযান মাসের সাথে সম্পৃক্ত?
Related Questions
"ইসলামী প্রশ্নোত্তর কোর্সে আপনি ইসলামী ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি কুরআন, হাদীস, ইসলামী ইতিহাস, ও আরও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।"