সন্তানের চরিত্র গঠনের উপায়

Rumman Ansari   Software Engineer   2024-06-04 07:24:44   579  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

Table of Content:

সন্তানের চরিত্র গঠনের উপায়

১. বাড়িতে সুন্দর ইসলামী পরিবেশ তৈরী করা।

২. সন্তানদের নিকট ইসলামকে আকর্ষণীয় করে উপস্থাপন করা।

৩. আল্লাহর সাথে সন্তানের সম্পর্ক তৈরী করা।

৪. সন্তানের ধারণ ক্ষমতা বুঝে ধীরে ধীরে এগুতে থাকা।

৫. জোর না করা, সব আদেশ-নিষেধ একসাথে চাপিয়ে না দেয়া।

৬. সন্তান যেন দ্বীন ইসলামকে ভালবেসে গ্রহণ করে, শাস্তির ভয়ে নয়।

৭. Islam should be fun as well as compulsory.

৮. রসূল (স:) ও সাহাবাদের জীবনের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরা।

৯. মা-বাবার জীবনযাপন পদ্ধতি সন্তানের সামনে অনুকরণীয় আদর্শ হিসেবে তুলে ধরা। রোল মডেল হই সন্তানদের চোখে।

১০. তাকে শুধু ভাল হওয়ার থিওরী শিক্ষা না দিয়ে সাথে প্রাকটিক্যালও করানো।

১১. উদাহরণ সৃষ্টি করা। নিজে একটি ভাল কাজ করে তাকে উপলব্ধি করার সুযোগ দেয়া।

১২. সন্তান ও স্ত্রী বা স্বামীকে সব সময় সালাম দেয়া। এছাড়া খালি বাসায় ঢুকেও সালাম দেয়া।

১৩. সবাই মিলে একসাথে ইউটিউব থেকে নিয়মিত ইসলামিক প্রোগ্রাম দেখা। এবং ঘরে একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করা।

১৪. সব সময় সপরিবারে ইসলামিক টিভি দেখার চেষ্টা করা।

১৫. সন্তানকে সাথে নিয়ে নিয়মিত মসজিদে যাওয়া এবং জামাতের সাথে সলাত আদায় করা।

১৬. তাদেরকে যথেষ্ট সময় দেয়ার চেষ্টা করা।

১৭. প্রতি সপ্তাহে সপরিবারে নিজ ঘরে কুরআনের তাফসীর ও সহীহ হাদীস নিয়ে পারিবারিক বৈঠক করা।

১৮. তাওহীদ ও শিরক এবং সুন্নাত ও বিদ'আত সম্পর্কে বই সংগ্রহ করে পড়া এবং তাদেরকে এ সম্পর্কে সঠিক ধারণা দেয়া।

১৯. সবসময় খোঁজ-খবর রাখা কোথায় কোন ইসলামিক কনফারেন্স হচ্ছে এবং সপরিবারে সেখানে যোগদান করা।

২০. বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামিক সেন্টারে ইসলামের নানা বিষয়ের উপর কম্পিটিশন হয়, সন্তানদের এই সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করা।

২১. আমাদের সন্তান যদি ইসলামিক স্কুলের ছাত্র-ছাত্রী না হয় তাহলে তাদেরকে Weekend Islamc School-এ ভর্তি করে দেয়া যেখানে তারা Islamic Studies শিখবে, নীতি-নৈতিকতা শিখবে।


প্যারেন্টিং, বিশ্বাস ও মূল্যবোধ

Stay Ahead of the Curve! Check out these trending topics and sharpen your skills.