অক্সিটোসিন

Rumman Ansari   Software Engineer   2024-10-19 06:05:33   1935  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

Table of Content:

স্তন দুগ্ধ পান করানোর সংগে মহব্বতের সম্পর্ক।

যে সব প্রাণীরা সন্তানকে স্তন দুগ্ধ পান করায়, তাদের লিম্বিক (আবেগ) সিস্টেম উন্নত, তারা সন্তানকে মহব্বত করে। মাছের লিম্বিক সিস্টেম নাই বললেই চলে, এজন্যে সন্তানের প্রতি তাদের মহব্বত নাই বললেই চলে। এমনকি তারা নিজেদের সন্তানকে পর্যন্ত খেয়ে ফেলতে পারে। এজন্যে বাগধারায় বলে, 'মাছের মায়ের আবার পুত্রশোক!!' বৈজ্ঞানিক ভাবে বাগধারাটি সত্য।

যাদের অক্সিটোসিন হরমোন বেশি, তারা বাবু খুব পছন্দ করে । মায়ের বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় অক্সিটোসিন বের হয় বলে বাচ্চাকে সে খুব আদর করে। Oxytocin is a hormone for bonding, cuddling, passion, love.

ছোট বাচ্চা পেলে মেয়েরা তাদের খুব আদর করতে থাকে। ছেলেরাও করে, তবে কম। এ থেকে বুঝা যায়, ছেলেদের থেকে মেয়েদের মধ্যে অক্সিটোসিন এর পরিমাণ বেশি।

যেসব পুরুষের মধ্যে অক্সিটোসিন হরমোন বেশি, তারা বৈবাহিক সম্পর্কে অনেক সৎ থাকে।



প্যারেন্টিং, বিশ্বাস ও মূল্যবোধ

Stay Ahead of the Curve! Check out these trending topics and sharpen your skills.